কারা উপ-মহাপরিদর্শক, ঢাকা বিভাগ, সদর দপ্তর, কেরাণীগঞ্জ, ঢাকা মহোদয় গত ১১/০২/২০২৪ তারিখ কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১/২/মহিলা/হাইসিকিউরিটি, গাজীপুর পরিদর্শন করেন। পরিদর্শনকালে কাশিমপুর-২ এ সকাল ৮.৪৫ হতে ৯:০০টা পর্যন্ত ড্রেসি প্যারেড, সকাল ১০:০০ হতে ১০:৩০ পর্যন্ত কারারক্ষী দরবার, দুপুর ০২:০০ হতে ০২:৩০ পর্যন্ত কারাভ্যন্তরে বন্দি দরবার, সন্ধ্যা ০৬:৪০ হতে ০৬:৫৫ পর্যন্ত রোল কল এবং সবশেষে ০৬:৫৫ হতে ০৭:৫৫ পর্যন্ত রোল কল ক্লাস নেন। এ সময় উপস্থিত ছিলেন অত্র কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার-জনাব মোঃ আমিরুল ইসলাম, জেলার-জনাব শাহাদাত হোসেন, ডেপুটি জেলার-জনাব মোঃ হুমায়ুন কবির হাওলাদার, ডেপুটি জেলার-জনাব স্বপন কুমার ঘোষ, ডেপুটি জেলার-জনাব মোঃ জাকির হাসান রিয়াল ও অন্যন্য স্তরের সকল কর্মচারীবৃন্দ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস