কাশিমপুর কেন্দ্রীয় কারাগার- ২ এর তথ্য বাতায়নে স্বাগতম।কারাগারে আটক বন্দির অসুস্থতার কথা বলে বিকাশ, রকেট, নগদ বা যে কোন ব্যাংকে অর্থ গ্রহণ করা হয় না।সরকারী নিয়ম অনুযায়ী চিকিৎসা প্রদান করা হয়। কেউ এ ধরনের কারাগারের পরিচয় দিয়ে অর্থ চাইলে আইন শৃংঙ্খলা বাহিনীকে বা অত্র দপ্তরে যোগাযোগ করার জন্য বলা যাচ্ছে।

Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
গত ১১/০২/২০২৪ তারিখ কারা উপ-মহাপরিদর্শক, ঢাকা বিভাগ, ঢাকা মহোদয় পরিদর্শন করেন।
বিস্তারিত

কারা উপ-মহাপরিদর্শক, ঢাকা বিভাগ, সদর দপ্তর, কেরাণীগঞ্জ, ঢাকা মহোদয় গত ১১/০২/২০২৪ তারিখ কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১/২/মহিলা/হাইসিকিউরিটি, গাজীপুর পরিদর্শন করেন। পরিদর্শনকালে কাশিমপুর-২ এ সকাল ৮.৪৫ হতে ৯:০০টা পর্যন্ত ড্রেসি প্যারেড, সকাল ১০:০০ হতে ১০:৩০ পর্যন্ত কারারক্ষী দরবার, দুপুর ০২:০০ হতে ০২:৩০ পর্যন্ত কারাভ্যন্তরে বন্দি দরবার, সন্ধ্যা ০৬:৪০ হতে ০৬:৫৫ পর্যন্ত রোল কল এবং সবশেষে ০৬:৫৫ হতে ০৭:৫৫ পর্যন্ত রোল কল ক্লাস নেন। এ সময় উপস্থিত ছিলেন অত্র কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার-জনাব মোঃ আমিরুল ইসলাম, জেলার-জনাব শাহাদাত হোসেন, ডেপুটি জেলার-জনাব মোঃ হুমায়ুন কবির হাওলাদার, ডেপুটি জেলার-জনাব স্বপন কুমার ঘোষ, ডেপুটি জেলার-জনাব মোঃ জাকির হাসান রিয়াল ও অন্যন্য স্তরের সকল কর্মচারীবৃন্দ।

ডাউনলোড
প্রকাশের তারিখ
11/02/2024
আর্কাইভ তারিখ
31/03/2024