কাশিমপুর কেন্দ্রীয় কারাগার- ২ এর তথ্য বাতায়নে স্বাগতম।কারাগারে আটক বন্দির অসুস্থতার কথা বলে বিকাশ, রকেট, নগদ বা যে কোন ব্যাংকে অর্থ গ্রহণ করা হয় না।সরকারী নিয়ম অনুযায়ী চিকিৎসা প্রদান করা হয়। কেউ এ ধরনের কারাগারের পরিচয় দিয়ে অর্থ চাইলে আইন শৃংঙ্খলা বাহিনীকে বা অত্র দপ্তরে যোগাযোগ করার জন্য বলা যাচ্ছে।

Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Prison visit by Officers Military Police Course (OMPC)-60-2024
Details

স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সুরক্ষা সেবা বিভাগ, কারা-১, শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা’র স্মারক নং-৫৮.০০.০০০০.০৮৪.১৬.০০১.২৩.১৫৩, তারিখঃ ২৮/০৮/২০২৪ এবং কারা অধিদপ্তরের পত্র নং-৫৮.০৪. ০০০০.০২৬.০১.০০৪.২০২৪-১৮২(৫), তারিখঃ ১০/০৯/২০২৪ খ্রিঃ নিদের্শনা মোতাবেক কোর অব মিলিটারী পুলিশ সেন্টার এন্ড স্কুল (সিএমপিসিএন্ডএস), সাভার সেনানিবাস কর্তৃক পরিচালিত অফিসার্স মিলিটারী পুলিশ কোর্স (ওএমপিসি)-৬০ এর প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীদের ব্যবহারিক জ্ঞানার্জনের লক্ষ্যে ব্রিগেডিয়ার জেনারেল শরিফ মোহাম্মদ মেহেদী হাসান আল-আমিন, (এসজিপি, বিজিবিএম) এর নেতৃত্বে ৪৪ জন সদস্যের একটি প্রশিক্ষণ দল অত্র কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন। এ সময় কারাগারে উপস্থিত ছিলেন সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) জনাব মোঃ আমিরুল ইসলাম, সিনিয়র জেল সুপার জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র জেল সুপার জনাব মোসাঃ নাহিদা পারভীন, উপ-তত্ত্বাবধায়ক জনাব শিরিন আক্তার, জেলার জনাব শাহাদত হোসেন, জেলার, রিজিয়া বেগম, জেলার জনাব মোঃ তরিকুল ইসলাম।

Image
Attachments
Publish Date
24/10/2024
Archieve Date
31/12/2024