Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Instructions on what to do for new inmates arriving at the jail:
Details

কারাগারে আগত নতুন বন্দীদের করণীয় সম্পর্কে নির্দেশনা:

  • কারাগারে থাকা/খাওয়া/চিকিৎসা সম্পূর্ণ ফ্রি, এজন্য কাউকে কোন টাকা পয়সা দিতে হবেনা এবং দিবেন না।
  • কারাগারে নিয়ম শৃঙ্খলা, বিধি-বিধান কঠোরভাবে মেনে চলতে হবে নিয়ম ভঙ্গ করলে বা উশৃঙ্খল আচরন করলে বিধি মোতাবেক কঠোর শাস্তি পেতে হবে।
  • কারাগারে ব্যবহারের জন্য আপনাকে থালা, বাটি ও কম্বল দেয়া হবে। উক্ত থালা, বাটি ও কম্বল পরিস্কার-পরিচ্ছন্ন রেখে ব্যবহার করতে হবে এবং মুক্তির সময় ফেরত দিয়ে যেতে হবে।
  • খাবার না দিলে বা কম দিলে সুবেদার/জেলার/সিনিয়র জেল সুপারকে জানাবেন।
  • কোন অবস্থায় কারো সাথে মারামারি করবেন না। কেউ আপনাকে মারলে বা খারাপ আচরণ করলে ওয়ার্ড ইনচার্জসহ কর্তৃপক্ষকে জানাবেন। আইন অনুযায়ী তাকে শাস্তি দেয়া হবে।
  • নিজে পরিস্কার-পরিচ্ছন্ন থাকবেন অপরকে পরিস্কার থাকতে বলবেন।
  • কারাগারে কেউ নির্যাতন করলে বা টাকা দাবী করলে পরিদর্শনকালে জেল সুপারকে জানাবেন।
  • পায়খানা/লেট্রিন ব্যবহার করে পানি দিয়ে ভালো ভাবে পরিস্কার করে বাইরে আসবেন।
  • প্রথম আসার পর যে ওয়ার্ডে থাকবেন পরের দিন অন্য ওয়ার্ডে দেয়া হবে।
  • নিজের খাবার নিজে গ্রহণ করবেন। অন্যের খাবার গ্রহণ করবেন না বা আপনার খাবার অন্যকে দিয়ে ধরাবেন না।
  • কারো মামলা পরিচালনার জন্য উকিল নিয়োগের সামর্থ না থাকলে সরকারী খরচে উকিল/আইনজীবি নিয়োগের আবেদন করতে পারবেন। এক্ষেত্রে উকিলের ভাতা সরকার পরিশোধ করবে।
  • দালাল চক্র হতে সাবধান। কারাগার আটক আসামীদের সম্পর্কে তাদের বাড়ীতে গুরুতর অসুস্থতা বা অন্য কোন সমস্যার কথা বলে দালাল চক্র বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে বলে থাকে। কোন অবস্থাতেই কাউকে টাকা পয়সা দিতে নিষেধ করে দিবেন। আত্মীয় স্বজনদের কারাগারে ফোন করে বা এসে খোঁজখবর নিতে বলবেন।
Attachments
Image
Publish Date
28/09/2023
Archieve Date
31/12/2024